লবঙ্গের জাদু: শরীরের জন্য অপরিহার্য উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম!
প্রকাশ:
০৫ জুন, ২০২৫, ০৯:২০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
নাজমুল হাসান। রান্নায় সুগন্ধি বাড়াতে কিংবা দাঁতের ব্যথায় আরাম পেতে লবঙ্গের ব্যবহার আমরা প্রায় সকলেই জানি। কিন্তু এই ছোট্ট মসলা যে শরীরের নানা জটিল রোগ প্রতিরোধে কার্যকর ও দৈনন্দিন সুস্থতার অন্যতম উপাদান—তা জানলে অবাক হবেন অনেকেই। লবঙ্গ (Clove) শুধু রন্ধনশিল্পের উপাদান নয়, এটি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ও ইউনানি উপাদান হিসেবেও পরিচিত। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। লবঙ্গের উল্লেখযোগ্য উপকারিতা:হজমে সহায়ক: শ্বাসযন্ত্রের সমস্যায় উপকারী: দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করে: ডায়াবেটিস নিয়ন্ত্রণে: ইমিউনিটি বৃদ্ধিতে সহায়ক: ক্যানসার প্রতিরোধে সম্ভাব্য উপাদান: লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম:প্রতিদিন ১–২টি লবঙ্গ যথেষ্ট: অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ এতে থাকা ইউজেনল উপাদান বেশি খেলে লিভারে ক্ষতি হতে পারে। যাদের সতর্ক থাকা উচিত:যাদের লিভারজনিত সমস্যা আছে প্রতিদিনকার জীবনে সামান্য লবঙ্গ ব্যবহার শরীরকে দিতে পারে অসংখ্য উপকার। তবে মনে রাখতে হবে, যেকোনো ভেষজ উপাদানই উপকারের পাশাপাশি মাত্রাতিরিক্ত সেবনে ক্ষতি ডেকে আনতে পারে। তাই সচেতনভাবে ব্যবহার করলেই লবঙ্গ হতে পারে প্রকৃতির দেওয়া এক অমূল্য চিকিৎসা। এনএইচ/ |