
| 	
        
			
							
			
			  কুরবানী বিষয়ক বই: পাঠকদের জন্য একটি সমৃদ্ধ সংগ্রহ  
			
			
	
			
										প্রকাশ:
										০১ জুন, ২০২৫,  ১১:২২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুহাম্মদ মিজানুর রহমান কুরবানি ইসলামের এক মহান ইবাদত, যার মাধ্যমে ঈমান, তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসার পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটে। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মরণে প্রতিবছর মুসলিমরা পালন করেন এই পবিত্র বিধান। সময়ের পরিক্রমায় কুরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এর রয়েছে সামাজিক, অর্থনৈতিক ও আত্মিক তাৎপর্য। এই গুরুত্বপূর্ণ ইবাদতকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে গবেষণাধর্মী, শিক্ষামূলক ও ভাবনামূলক অনেক বই। এসব বই কুরবানির আহকাম, আদব, ইতিহাস, সমসাময়িক প্রশ্ন ও বাস্তব প্রয়োগ সম্পর্কে পাঠকদের মাঝে সঠিক জ্ঞান ছড়াতে সহায়ক ভূমিকা রাখছে। এই প্রতিবেদনে আমরা কুরবানিকে কেন্দ্র করে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের পরিচিতি তুলে ধরব। আশা করি, এই তালিকাটি পাঠকদের বই নির্বাচনে সহায়ক হবে। কিতাবগুলো কুরবানীর বিভিন্ন দিক—ইতিহাস, বিধান, ফজিলত ও তাৎপর্য—সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে। পাঠকরা এসব কিতাব অধ্যয়ন করে কুরবানীর ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন নিঃসন্দেহে। কুরবানী সম্পর্কিত এই কিতাবসমূহ মুসলিম সমাজে ইবাদতের সঠিক অনুশীলন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকাশনীগুলোর এই উদ্যোগ প্রশংসনীয়, যা পাঠকদের ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক হবে। ১. কুরবানি ও আকিকা                                                                                              প্রকাশনী: রাহনুমা ২. কুরবানী ও জাবীহুল্লাহ   ৪. দুই ঈদ কুরবানী ও আকীকা   ৫. দুই ঈদ ও কুরবানী   ৬. আহকামে কুরবানী ৭. কুরবানী ৮. দলিলসহ কুরবানরি মাসায়েল ৯. কুরবানী নিয়ে যত প্রশ্ন ১০. দলিলসহ আহকামে কুরবানী ১১. কুরবানী রহস্য ও তাৎপরয ১২. আহকামে কুরবানী ১৩. মাসায়েলে কুরবানী ১৪. কুরবানী ও আকিকা ১৫. কুরবানী এসএকে/  |