নবাবগঞ্জে বিস্ফোরক মামলার পলাতক যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০২:০৪ দুপুর
নিউজ ডেস্ক

আর কে ওসমান আলী ( দিনাজপুর প্রতিনিধি )

দিনাজপুরের নবাবগঞ্জে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী যুবলীগ নেতা মারফিদুল ইসলাম (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বড় মাগুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং উপজেলা যুবলীগের সদস্য।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, মারফিদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মারফিদুল ইসলামকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

এসএকে/