
| 	
        
			
							
			
			  ভাটারার মারকাযুল হুদা মাদরাসায় আবাসিক মাদানী শিক্ষক নিয়োগ  
			
			
	
			
										প্রকাশ:
										২৯ মে, ২০২৫,  ০৩:১০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ঢাকার ভাটারায় অবস্থিত মারকাযুল হুদা মাদরাসায় একজন আবাসিক মাদানী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বর্তমানে মাদানী নেসাবের ১ম বর্ষের পাশাপাশি ইসলামিক কিন্ডার গার্টেন, নুরানি, নাজেরা ও হিফজ বিভাগ রয়েছে। আগ্রহী প্রার্থীকে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: ঠিকানা: খন্দকারবাড়ির মোড়, ছোলমাইদ, ভাটারা, গুলশান, ঢাকা-১২১২ এসএকে/  |