
| 	
        
			
							
			
			  নূরানী তালীমুল কুরআন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বার্ষিক সভা  
			
			
	
			
										প্রকাশ:
										২৮ মে, ২০২৫,  ১২:১১ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নূরানী পদ্ধতির আবিষ্কারক, মুফাক্কিরে জামান আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন.টি.কিউ.বি) পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির বার্ষিক সভা (১ম পর্ব) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) রাজধানীর মোহাম্মদপুরে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ের শায়খুল কুরআন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হোসাইন কাসেমী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির মহাসচিব হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন। পরিচালক তার বক্তব্যে ২০২৪ সনের সমাপনী পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। এনএইচ/  |