প্রিন্সিপাল হাবীবুর রহমানের সহধর্মিণীর মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল
প্রকাশ:
২৭ মে, ২০২৫, ০৪:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদোগে, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির ও জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.-এর সহধর্মিণী ইন্তেকালে তার মাগফেরাত কামনা করে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃটেনের শীর্ষ আলেম ওলামাদের উপস্থিতিতে স্মৃতিচারণ করে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার জামাতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, মরহুমা ইবাদত বন্দেগির পাশাপাশি গোপনে অসংখ্য অগণিত মানুষের সহযোগিতা করা তার অন্যতম বৈশিষ্ট্য ছিল। তিনি সত্যিকার অর্থে একজন মহীয়সী নারী ছিলেন। প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. সকল আন্দোলন সংগ্রামের এক নীরব সহযোগী ছিলেন দোয়া করি রাব্বে কারীম তাকে জান্নাতের আলা মাক্বাম দান করুন। দোয়া মাহফিলে বৃটেনের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, মুফতি মাওলানা মওসুফ আহমদ, মাওলানা মামনুন মহী উদ্দীন, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনুর মিয়া, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুহী উদ্দিন খান, মাওলানা আশরাফ খান, মুফতি মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা মাসুম আহমদ, হাফিজ মাওলানা আহবাবুর রহমান প্রমুখ। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা ইমদাদুর রহমান মাদানী। মরহুমার পাশাপাশি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রঃ সহ সকল মুর্দেগানগনের জন্য এবং পরিবার পরিজনদের সবর দানের জন্য দোয়া করা হয়। এমএইচ/ |