আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা
প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৬:০৩ বিকাল
নিউজ ডেস্ক

ঝালকাঠি আদালতে কাঠগড়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ। মামলায় তার স্বামীকে জেল হাজতে পাঠানো হয়। রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। এ সময় আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে তাকে পুলিশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ভুক্তভোগী নারী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেটির নারাজিও দিয়েছিলেন। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়ায় গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এসএকে/