নবাবগঞ্জে বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার
প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৪:২০ দুপুর
নিউজ ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগ, যুবলীগ সহ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৪ মে ) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর পর্যন্ত  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

গ্রেফতারকৃতরা হলেন, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রিপন চন্দ্র রায়(৩২),যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব(২৪),প্রচার সম্পাদক কামরুজ্জামান(২৫), ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল বাশার রানা(৪১), গোলাপগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি   আব্দুস ছগির (৫৪), নবাবগঞ্জ উপজেলা আ.লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী  প্রিন্স (৫২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান,  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য  আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ/