স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের
প্রকাশ:
২০ মে, ২০২৫, ১০:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসরায়েলি হামলায় স্বজন হারানো এক হাজার ফিলিস্তিনিকে চলতি বছর হজের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত ফিলিস্তিনিরা এ বছর সম্পূর্ণ বিনা খরচে হজ পালন করতে পারবেন।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, আমন্ত্রিত হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো ও হজ পালন শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে ইসরায়েলি হামলায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এনএইচ/ |