মাদরাসা শিক্ষক হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ
প্রকাশ:
১৯ মে, ২০২৫, ০৫:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মাদরাসা শিক্ষক হাফেজ আবুল কালামের হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানায় আসে কয়েকশ নারী-পুরুষ। সেখানে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন এলাকাবাসী। এর আগে, গত শুক্রবার (১৬ মে) দুপুরে প্রতিবেশী শহিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা নিহত হাফেজ আবুল কালাম সহ আউয়াল (৬৫), ছেলে আবু বাক্কার (৪০), এবং পুত্রবধূ হাবিবা (২৮) সহ মোট পাঁচ জনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এদের মধ্যে আবুল কালাম রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ হাফিজপুর গ্রামের আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুই পক্ষের লিমাঝে ঝগড়া হয়। এদিকে শুক্রবার ঘটনার দিন আব্দুল আওয়ালের পুত্রবধূ শাহীনূর বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মনোহরদী থানায় মামলা দায়ের করে। ঐদিনই পুলিশ মামলার আসামি মোসা: সুমা আক্তার এবং ওমর ফারুককে গ্রেফতার করে পরের দিন কোর্টে চালান করে। জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে সুমা আক্তার গতকাল কোর্ট থেকে জামিন পেলে এলাকাবাসীদের মাঝে উত্তেজনা শুরু হয়। যার ফলে আজ এলাকাবাসী লাশ নিয়ে বিচারের দাবীদে মিছিল ও মানববন্ধন করে। মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার জানান, মারামারির ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে। ঐ মামলাটি এখন হত্যা মামলা হিসেএবে বিবেচিত হবে। আমরা ঘটনার দিনই এ মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এমএইচ/ |