‘আল্লামা সুলতান যওক নদভী ছিলেন ইলম আমলের এক অপূর্ব দৃষ্টান্ত’
প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৭:২০ বিকাল
নিউজ ডেস্ক

দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, মুহাদ্দিস, আরবি সাহিত্যিক ও কবি , চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.) এর নাগরিক স্মরণসভা চট্টগ্রাম দারুল মা আরিফ প্রাঙ্গণে গতকাল শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হয়। জামেয়ার নব-নিযুক্ত পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরবিয়ার মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। আরও উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা আবু তাহের নদভী, জামেয়াতুন নুরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান, আল্লামা মুফতি শামছুদ্দিন জিয়া, সাবেক এমপি আলহাজ্ব হামিদুর রহমান আজাদ, আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ড. আ ক ম আব্দুল কাদের, ড. মাওলানা সৈয়দ আবু নোমান, ড. রশিদ জাহেদ, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, ড. মুস্তফা কামিল মাদানী, হাফেজ তৈয়বসহ মরহুম আল্লামা যওক নদভী ( রহ ) এর অগণিত বন্ধু, শিষ্য, গুণমুগ্ধ আলেম উলামা, ইসলামিক স্কলার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের দ্বীনপ্রিয় মানুষ৷

প্রধান অতিথির বক্তব্যে আমিরে হেফাজত বলেন: আল্লামা সুলতান যওক নদভী ইলম আমলের এক অপূর্ব দৃষ্টান্ত। তাঁর জীবন থেকে সবাই যেন শিক্ষা গ্রহণ করে এবং তার জন্য দোয়া করে| তাঁর স্থানে যাকে দারুল মাআরিফের জিম্মাদারি দেওয়া হয়েছে তাকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি| 

অন্যান্য বক্তারা বলেন: আল্লামা যওক নদভী (রহ) তাঁর ইলম, আমল, উন্নত চরিত্র, উম্মাহর দরদ, শিক্ষা সংস্কারের সফল রূপায়ন, উদার মানসিকতা ও অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যু জাতি ও উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে মাওলানা এমদাদুল্লাহ, জামাতা মাওলানা আবু ছালেহ ও বড় নাতি মাওলানা শিবলী নোমানী। আর ছোট দুই সন্তান মুহাম্মদ ও নাজিবা হুজুরের রচিত উর্দু সঙ্গিত পরিবেশন করলে পুরো অনুষ্ঠানস্থল আবেগাপ্লুত হয়ে পড়ে। 

অনুষ্ঠানে আল্লামা যওক নদভীর কর্মময় বর্ণাঢ্য জীবনের ওপর বাংলা ও আরবি ভাষায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আল্লামা যওক রহ.কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণাপত্র পাঠ করে শোনান পরিষদের সভাপতি শেখ সাইফুল্লাহ মাদানী।  তাতে ‘আল্লামা সুলতান যওক নদভী আরবী ভাষা ও সাহিত্য পুরস্কার’ প্রদান, হজের পর ঢাকায় জাতীয় সেমিনার আয়োজন, চার ভাষায় সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামেয়ার মুহাদ্দিস শায়খ এনামুল হক সিরাজ মাদানী, শায়খ মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী ও মুফতি হামেদ ফরিদ।

এমএইচ/