ইসরায়েলি পতাকা নামানোয় ভারতে মুসলিম যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৮:০৪ সকাল
নিউজ ডেস্ক

ভারতের হায়দরাবাদে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে তেলেঙ্গানা সরকার সেক্রেটারিয়েট ভবনের সামনে বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন করে। এই পতাকাগুলোর মধ্যে ইসরায়েলের পতাকাও ছিল, যা স্থানীয় মুসলিম যুবক মোহাম্মদ জাকিরের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

১২ মে জাকির ইসরায়েলের পতাকা নামিয়ে দেন এবং সেই মুহূর্তটি ইনস্টাগ্রামে লাইভ সম্প্রচার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পতাকাটি পুনরায় উত্তোলন করা হয়।

তবে ১৬ মে জাকির আবারও একই কাজ করেন এবং সেই ভিডিওটিও ইনস্টাগ্রামে লাইভ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। একজন প্রত্যক্ষদর্শী এক্স (পূর্বে টুইটার)-এ হায়দরাবাদ পুলিশ কমিশনার সিভি আনন্দকে ট্যাগ করে জানান যে, কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কারণে ইসরায়েলের পতাকা সরানোর আহ্বান জানাচ্ছেন।

এই ঘটনার পর, সাইফাবাদ থানার পুলিশ মোহাম্মদ জাকিরের বিরুদ্ধে দুটি মামলা (ক্রাইম নম্বর ১৩৮/২০২৫ এবং ১৪১/২০২৫) দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করে। পুলিশ এই কাজকে ‘জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক’ বলে অভিহিত করেছে এবং তদন্ত চলছে।

এই ঘটনার পেছনে ইসরায়েলের গাজায় চালানো বর্বর হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।

সূত্র: মুসলিম মিরর

এনএইচ/