সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধ করা যাবে 
প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৫:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে 'সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, সন্ত্রাস প্রতিরোধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন প্রণীত হয়। তবে ওই আইনে কোনো প্রতিষ্ঠান বা সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট বিধান ছিল না। বিষয়টি স্পষ্ট করতে এবং সময়োপযোগী সংশোধনের প্রয়োজনে নতুন এই অধ্যাদেশ প্রণীত হয়েছে।

সংশোধিত অধ্যাদেশে সরকারের কাছে যুক্তিসঙ্গত কারণ থাকলে, কোনো ব্যক্তি বা সত্তাকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হিসেবে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাভুক্ত ও নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস সংশ্লিষ্ট প্রচার-প্রচারণা নিষিদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, আগামীকালই সংশোধিত এই অধ্যাদেশটি জারি করা হতে পারে।

এমএইচ/