ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রৈমাসিক বৈঠক 
প্রকাশ: ১০ মে, ২০২৫, ০৪:০১ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ৯টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও তার উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে এই বৈঠক শুরু হয়। 

সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় বৈঠকে বিগত তিন মাসের প্রতিবেদন পর্যালোচনা পূর্বক আগামী ত্রৈমাসিক পরিকল্পনা ও প্রস্তাবনা প্রদান করেন বিভাগীয় সম্পাদকবৃন্দ। এতে ১১টি উপ-কমিটির ৪১জন সদস্য অংশগ্রহন করেন। 

বৈঠকে কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সংগঠনের সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য শক্ত পরিকল্পনা জরুরি। সারাদেশে আমাদের জনশক্তি আছে, তারা সেই পরিকল্পনার আলোকে কাজ করলে দক্ষ হয়ে উঠবে। এতে করে সংগঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

এমএইচ/