মহাসমাবেশ বাস্তবায়নে জরুরি বৈঠকে হেফাজত
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ সকাল
নিউজ ডেস্ক

পাঁচ দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই কর্মসূচি বাস্তবায়নে সংগঠনটির নেতারা দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।এবার রাজধানীর মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় জরুরি বৈঠকে বসেছেন হেফাজত নেতারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এই বৈঠক শুরু হয়।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ সম্মানিত দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং আহুত ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এই জরুরি মিটিংয়ে উপস্থিত রয়েছেন।

এর আগে গতকাল হেফাজতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ৯ ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের’ দাবিতে- হেফাজতে ইসলাম বাংলাদেশ এক মহাসমাবেশ করতে যাচ্ছে।

উক্ত মহাসমাবেশের সার্বিক প্রস্তুতিসহ সকল বিষয়াদি অবহিত করার লক্ষ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁও মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এনএইচ/