জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
২৭ এপ্রিল, ২০২৫, ১০:১১ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে আজ বিকাল ৫টায় বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া রিজিওনের ডিরেক্টর জেনারেল পেং জিউবিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। তার সাথে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন। বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের জানান, সফররত চীনা প্রতিনিধি দল গত তিনদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সরকারী প্রতিনিধি, বুদ্ধিজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। আজকের বৈঠকটি ছিল পার্টি টু পার্টি আলোচনার অংশ। ডা. তাহের বলেন, “চীন বিশ্ব এবং এ অঞ্চলের একটি উদীয়মান শক্তি। অর্থনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী একটি ইনক্লুসিভ, ইসলামিক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।” বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু, ডিপ সি পোর্ট এবং ব্লু ইকোনমিতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অধিক সংখ্যক স্কলারশিপ প্রদানের অনুরোধও জানানো হয়েছে। ডা. তাহের জানান, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আরাকান কেন্দ্রীক একটি স্বাধীন রাজ্য গঠনের প্রস্তাব চীনা প্রতিনিধিদের সামনে উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে চীন সরকারকে অবহিত করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতারা জানান, ডিসেম্বরে অথবা সংস্কার প্রয়োজন হলে জুনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনা প্রতিনিধিরা পরিষ্কারভাবে বলেছেন, তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন না এবং বাংলাদেশের নীতিমালা ও কর্মসূচিতে সহযোগিতা করতে ইচ্ছুক। ডা. তাহের জানান, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতকে দাওয়াত দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং জামায়াতও চীনা প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। ডা. তাহের বলেন, “এটি জামায়াতে ইসলামী ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ।” এমএইচ/ |