খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৫, ০১:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। তিনি আগে সংগঠনটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে শূরার বৈঠকে তাকে মহাসচিব মনোনীত করা হয়। সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নতুন আমিরের দায়িত্ব পেয়েছেন। তার স্থলে নতুন মহাসচিব নির্বাচিত হলেন। মাওলানা ইউসুফ সাদিক হক্কানী সাভার উপজেলা ওলামা পরিষদের সভাপতি। তিনি হেফাজতে ইসলাম ছাড়াও বিভিন্ন দীনি ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এসএকে/ |