ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময়
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ভারত-পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আগের রাতের মতো গতরাতেও দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। অবশ্য এর জন্য বিনা উস্কানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে দাবি করেছে অনলাইন এনডিটিভি। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দিবাগত রাতের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীকে পৃথককারী কার্যত সীমানা নিয়ন্ত্রণ রেখার ওপারে একাধিক পোস্ট থেকে গুলি চালানোর খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনারা পাকিস্তানি গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।
মঙ্গলবারের হত্যাকাণ্ডে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত বৈসারন তৃণভূমিতে ছুটি কাটাতে যাওয়া কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিককে পাঁচ সন্ত্রাসী গুলি করে হত্যা করে। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর সাথে যুক্ত রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। কঠোর পদক্ষেপ গ্রহণ করে ‘পাকিস্তানের অব্যাহত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ উল্লেখ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। দিল্লি থেকে এক কড়া বার্তায় পানিমন্ত্রী সিআর পাতিল হুমকি দিয়েছেন- সিন্ধু নদীর ‘এক ফোঁটাও’ পানি পাকিস্তানে প্রবাহিত হবে না।
এনএইচ/ |