পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল
প্রকাশ:
২৫ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) শুক্রবার (২৫ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পটিয়া মাদরাসার সাবেক শিক্ষার্থীরা জানান, মাওলানা আব্দুল মান্নান দানিশ অন্যন্ত আল্লাহওয়ালা ছিলেন৷ বিজ্ঞ আলেমে দীন ছিলেন ৷ বড় শায়ের ও নাহবি ছিলেন ৷ নিজের জীবনের বিশাল অংশ কাটিয়েছেন জামিয়া ইসলামিয়া পটিয়াতে ৷ শেষ এক বছর রাজধানীর পল্লবীর জামিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রা.তে খেদমতে নিয়োজিত ছিলেন৷ এমএম/ |