দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়। সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল আনা হয়েছে। সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত আহসান শামীম (১৮)। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের কলেজের অদূরে বাস থেকে নামার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়া। তাদের ছরিকাঘাতে সিটি কলেজের অন্তত ১৪/১৫ জন আহত হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে আসা হয়। তা আমি জানি না। কিন্তু ওই কলেজের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।’ এসএকে/ |