
| 	
        
			
							
			
			  ঈজাহুল মিশকাতের নতুন সংস্করণ বাজারে  
			
			
	
			
										প্রকাশ:
										২২ এপ্রিল, ২০২৫,  ১১:৫৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মিশকাতুল মাসাবিহের প্রখ্যাত একটি ব্যাখ্যা গ্রন্থের নাম ঈজাহুল মিশকাত। এটি উপমহাদেশের তালিবে ইলমদের পরিচিত একটি কিতাব। দরসে নেজামীর প্রায় প্রতিটি হাদিস গ্রন্থ হল করতে ঈজাহুল মিশকাত তালিবে ইলমদের কাছে অত্যন্ত প্রিয় পাথেয়। সম্প্রতি কিতাবটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। হাদিস শরিফের প্রতিটি কিতাবের জন্য ঈজাহুল মিশকাতের নতুন সংস্করণটি খুবই উপকারী হয়েছে বলে উলমায়ে কেরাম মত প্রকাশ করেছেন। ১০ খণ্ডে প্রকাশিত নতুন তারতীবের উর্দু কিতাবটিতে থাকছে: ১• সকল হাদিস আরবী এবং ব্যখ্যাসহ অর্থ ৷ ২• আগের সংস্করণে বাদ পড়া হাদীসগুলোর তাশরীহ ৷ ৩• হাদীস নাম্বার পূর্ণ কিতাব অনুসারে এবং বাব অনুসারে ৷ ৪• সকল হাদীসের তাখরীজ ৷ ৫• হাদীস বর্ণনাকারী তথা রাবীর সংক্ষিপ্ত জীবনী ৷ ৬• ইলমে হাদীস সম্পর্কে মুকাদ্দামা। ৭• মুকাদ্দামাতুশ শায়খের মতন ও অর্থ ৷ ৮• প্রায় হাদীসে প্রাসঙ্গিক উনওয়ান- শিরোনাম৷ ৯. জটিল শব্দগুলোর সংক্ষিপ্ত তাহকীক ৷ ১০ ৷ সময়ের দাবী অনুসারে নিত্যনতুন প্রয়োজনীয় বিষয়ের বিস্তারিত আলোচনা ৷ লেখক: শারেহুল হাদীস আল্লামা রফীক আহমদ রহ• মুহাদ্দিস ও তাফসীর বিভাগীয় প্রধান: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ৷ নতুন তারতীব ও সংযোজন : মাওলানা রিজওয়ান রফীক জমীরাবাদী ফাজেল: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ৷ নির্বাহী সম্পাদক: মাসিক আল আবরার ৷ প্রকাশক: আশরাফিয়া লাইব্রেরি জামিয়া রোড়, পটিয়া, চট্টগ্রাম। মূল্য: প্রতি খন্ড ৪০০ টাকা করে ১০ খণ্ড মোট ৪০০০ (চার হাজার) টাকা। যোগাযোগ: 01873138138 এনএইচ/  |