হাতপাখা প্রতীকে নির্বাচনের ঘোষণা হেফাজত নেতার
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ রাত
নিউজ ডেস্ক

কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নরসিংদী জেলার সদ্য সভাপতির পদ পাওয়া মাওলানা শওকত হোসেন সরকার পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। 

শনিবার (১৯ এপ্রিল) তিনি এক ভিডিও বার্তায় ঘোষণা দেন যে, আগামী নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে তিনি হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত বৃহস্পতিবার তিনি হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার সভাপতির দায়িত্ব পান। 
মাওলানা শওকত হোসেন সরকার নরসিংদী প্রভাবশালী আলেমদের অন্যতম। তিনি নরসিংদী জেলা কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (তানযিম) সভাপতি এবং দারুল উলুম দত্তপাড়া মাদরাসার প্রিন্সিপাল। এছাড়া নরসিংদী ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান।

ভিডিও বার্তায় মাওলানা শওকত সরকার বলেন, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করীম তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। 

নরসিংদী-১ (সদর) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে নরসিংদীর প্রভাবশালী এই আলেম বলেন, আমাদের এই আসনে তেমন কোনো কাজ হয়নি বিগত দিনে। এই এলাকায় অনেক উন্নয়নের দরকার। তিনি বিজয়ী হলে এই এলাকার সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে জানান। 

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা সূক্ষ্ম দূরত্ব ২০১৩ সাল থেকেই চলে আসছে। হেফাজতের কোনো কোনো নেতা তাদের কৌশলে দূরে রেখেছেন বলে নানা সময় অভিযোগ করে আসছেন ইসলামী আন্দোলনের নেতারা। হেফাজতের কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটিগুলোতে অন্যান্য ইসলামি দলের দায়িত্বশীল নেতারা স্থান পেলেও সাধারণত ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউকে স্থান দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ময়মনসিংহে হেফাজতে ইসলামের কমিটি গঠনের সময় এই ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয় এবং হট্টগোরের মতো ঘটনাও ঘটে।

এমএইচ/