রেড নোটিশের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

ইন্টারপোলের কাছে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা *ইন্টারপোল*-এর কাছে *‘রেড নোটিশ’* জারির আবেদন করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের *ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)* তিনটি পৃথক ধাপে আবেদন দাখিল করেছে।

শনিবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পুলিশের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যাদের বিরুদ্ধে রেড নোটিশ চাওয়া হয়েছে:

  1. শেখ হাসিনা – সাবেক প্রধানমন্ত্রী
  2. ওবায়দুল কাদের – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
  3. আসাদুজ্জামান খান – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
  4. আ ক ম মোজাম্মেল হক – সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
  5. হাছান মাহমুদ – সাবেক পররাষ্ট্রমন্ত্রী
  6. জাহাঙ্গীর কবির নানক – সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী
  7. মহিবুল হাসান চৌধুরী – সাবেক শিক্ষামন্ত্রী
  8. শেখ ফজলে নূর তাপস – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র
  9. মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক – সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা
  10. নসরুল হামিদ – সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
  11. মোহাম্মদ আলী আরাফাত – সাবেক তথ্য প্রতিমন্ত্রী
  12. বেনজীর আহমেদ – সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)

এই ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের অবস্থান বিদেশে শনাক্ত হওয়ায়, আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।

আ/আ