২৩ এপ্রিল ভারতের দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক খেলাফত মজলিসের
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ১২:০১ রাত
নিউজ ডেস্ক

ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল এবং দেশটিতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আগামী ২৩ এপ্রিল বুধবার রাজধানী ঢাকায় গণমিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ বুধবার (১৬ এপ্রিল) পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ মতবিনিময় সভায় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইবনে শায়খুল হাদিস।

প্রধান অতিথির বক্তব্যে ইবনে শায়খুল হাদিস বলেন, “প্রতিবেশীর হক হিসেবে বাংলাদেশের মানুষের ওপর দায়িত্ব হলো ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের মজলুমদের পাশে যেমন গোটা বিশ্ব দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। তবে ভারতীয় মুসলমানদের পক্ষে আমাদের ও পাকিস্তানের মুসলমানদের সর্বাগ্রে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “দলীয় ব্যানারে আমরা এই কর্মসূচি ঘোষণা করলেও এটি শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং একটি জাতীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে নগরবাসীকে রাজপথে নামতে হবে। আমরা সংগঠনের পক্ষ থেকে সবাইকে এই দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। তিনি ২৩ এপ্রিলের গণমিছিল সফল করতে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী ও সেক্রেটারি মাওলানা মুর্শেদ সিদ্দিকীসহ উভয় শাখার কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবস্তরের মানুষকে গণমিছিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এসএকে/