পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মানদীর বুকে অবস্থিত লেছরাগঞ্জ চরে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

১৫ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।

চর লেছরাগঞ্জের হামিউস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টা থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এ ক্যাম্প চলমান ছিল। মাগরিবের পর ইসলাহী মাহফিল এবং এশার নামাজের পর উপস্থিত সকলের জন্য উন্মুক্ত মেহমানদারির আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও মজলিসে শূরার সদস্য সম্মানিত আলেম মাওলানা জসিম উদ্দিন সাহেব। তার আগমন এবং অংশগ্রহণ আয়োজকদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা যোগায়।

চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তিনজন অভিজ্ঞ চিকিৎসক— ডা. এম. শিহাব উদ্দিন, এমবিবিএস, পিজি হাসপাতাল, ঢাকা, ডা. সেকান্দার জুলকারনাইন, এমবিবিএস, ইসলামিয়া হাসপাতাল, ঢাকা, ডা. শরীফ মোঃ আল আমিন রেজা, এমবিবিএস, মিটফোর্ড মেডিকেল কলেজ।

চিকিৎসকবৃন্দ সারাদিন নিরলসভাবে, ধৈর্য ও আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি পুরো কার্যক্রমে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি বাইজিদ বিন আনিস সাহেব।

এছাড়াও যুবকদের একটি দল স্বেচ্ছাশ্রমে সার্বিক ব্যবস্থাপনায় অসামান্য ভূমিকা পালন করে। মোহাম্মদ সিফাত, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আবু রায়হান, মোহাম্মদ এজাজ, মোহাম্মদ ইফতেখার, মোহাম্মদ সাব্বির এবং মোহাম্মদ মুহাইমিনসহ আরও অনেকে যুবক।

অতিথিদের মধ্যেও সহযোগিতায় ছিলেন জনাব মোশাররফ সাহেব, জনাব ফারাবী আল হুসাইন সাহেব ও তাঁর বন্ধুরা।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পক্ষে আয়োজকদের একজন, লালবাগ মাদরাসার শিক্ষক ও আজিমপুর ছাপড়া মসজিদের খতিব জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, “এটি আমাদের প্রথম আয়োজন হলেও স্থানীয় মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতায় আমরা মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে আরও সুন্দরভাবে শারীরিক ও আত্মিক চিকিৎসার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যেন মহান আল্লাহ তাআলা তাঁদের এ খেদমত কবুল করেন এবং পরকালে মুক্তির উপায়রূপে গৃহীত করেন।

এমএইচ/