শামীমাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস জামাত ও ইফতেতাহী সবকের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশ:
১৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
সিলেটের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদে দাওরায়ে হাদীস জামাতের উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতেতাহী দরস (প্রারম্ভিক পাঠ) অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল, বুধবার সকাল ১১টায় জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে এ আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জামেয়ার সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর টাইটেল মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস, আল্লামা নুরুল ইসলাম খাঁন। তিনি নবপ্রতিষ্ঠিত দাওরায়ে হাদীস জামাতের প্রথম ব্যাচের ছাত্রদের উদ্দেশ্যে সহীহ বুখারীর ইফতেতাহী দরস প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন— খলীফায়ে গহরপুরী শাইখুল হাদীস মাওলানা শফীকুল হক সুরইঘাটী, কাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান, টিকরপাড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা লোকমান আহমদ তহিপুরী, এবং জামেয়ার নবনিযুক্ত শাইখুল হাদীস মুফতী হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে ইলমে হাদীসের গুরুত্ব, দাওরায়ে হাদীসের ফজিলত, সহীহ বুখারীর বৈশিষ্ট্য ও হাদীস সংরক্ষণে ইমাম বুখারীর অবদানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রাঞ্জল আলোচনা করেন। পাশাপাশি ইলমের আদব ও তালিবুল ইলমদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও তুলে ধরেন। আলোচকবৃন্দ বলেন, জামেয়ার আসাতিযায়ে কেরামের একাগ্রতা ও নিরলস প্রচেষ্টার ফলে গত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় জামেয়ার অর্জিত সাফল্য সিলেটসহ সমগ্র অঞ্চলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সভাপতির বক্তব্যে হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ বলেন, “ভাড়া বাসায় শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়েছে। চৌদ্দ বছরের কঠোর সাধনা ও সংগ্রামের ফসলস্বরূপ আজ দাওরায়ে হাদীসের মত উচ্চতর স্তরের শিক্ষাকার্যক্রম শুরু হলো। এই ঐতিহাসিক মাইলফলকে আমি জামেয়ার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।" তিনি আরও বলেন, “দাওরায়ে হাদীস এমন একটি স্তর, যার সম্পর্ক সরাসরি রওযায়ে আতহার শরীফের সাথে যুক্ত। এই গুরুত্বপূর্ণ আমানতের হক যথাযথভাবে আদায় করে ইলমে হাদীসের মর্যাদা রক্ষা করতে পারি—এ লক্ষ্যে সকলের দোয়া কামনা করছি।” অনুষ্ঠানের শুরুতে মাদরাসার নাযিমে তালিমাত মুফতী খায়রুল ইসলাম শিক্ষাবিভাগের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ভার্থখলা মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মজদুদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রেজাউল করীম জালালী, জামেয়ার শূরা সদস্য ও শিক্ষানুরাগী হাজী নুমানী চৌধুরী, জামেয়া মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা ওয়ারিসউদ্দীন, এবং সৈয়দপুর মাদরাসার মুহাদ্দিস হাফিয মাওলানা আলী আহমদ প্রমুখ। সবশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মাদরাসার এক শিক্ষক জানান, ২০১০ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে এ বছর নতুন শিক্ষাবর্ষে ৭৩৭ জন ছাত্রকে দাখেলা প্রদান করা হয়েছে। এমএইচ/ |