মুফতি জাকির হোসাইন কাসেমীর খেলাফত মজলিসে যোগদান
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক

বিশিষ্ট আলেম ও হেফাজত নেতা মাওলানা জাকির হোসাইন কাসেমী আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। 

বুধবার (১৬ এপ্রিল) তিনি খেলাফত মজলিসের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় দলের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী এই তথ্য জানিয়েছেন। 

এদিকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা এবং বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আলী হাসান উসামা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লেখেন- দেশের প্রখ্যাত আলিমে দ্বীন, আমাদের জেলজীবনের সঙ্গী,  মিরপুর দারুল হাবিব মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক মুহতামিম, হে ফা জ ত নেতা মুফতি জাকির হোসাইন কাসেমী হাফি. গতকাল সন্ধ্যা থেকে অধমের সঙ্গে দীর্ঘ দু-ঘন্টা আলোচনার পর আজ কেন্দ্রীয় অফিসে এসে আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগদান করেন। আগামী ২৯ এপ্রিল তিনি হজের সফরে যাবেন। আল্লাহ তাঁকে মকবুল হজ সম্পন্ন করে নিরাপদে ফিরে আসার তাওফিক দান করুন।

এমএইচ/