
| 	
        
			
							
			
			  উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র সবক ইফতেতাহে ইবনে শাইখুল হাদিস    
			
			
	
			
										প্রকাশ:
										১৬ এপ্রিল, ২০২৫,  ০৩:০০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আজ বাদ এশা রাজধানীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসার চলতি শিক্ষাবর্ষ ১৪৪৬/৪৭ হিজরির সবক ইফতেতাহ (সবক উদ্বোধন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মাদরাসার কর্তৃপক্ষ। মাদরাসার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সবক ইফতেতাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন। উদ্বোধনী সবক প্রদান করবেন শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি আনিসুর রহমান কাসেমী। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে মাদরাসার সকল বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ সবক উদ্বোধনের মাধ্যমেই যথারীতি ক্লাস শুরু হবে। এমএইচ/  |