দুর্ঘটনার কবলে ‘মার্চ ফর গাজা’র গাড়ি, আহত ১১
প্রকাশ:
১২ এপ্রিল, ২০২৫, ০৩:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রওয়ানা দিয়ে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস। এতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ীতে বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারগঞ্জ উপজেলার একটি দল যাত্রা শুরু করে। বেলা ১১টার দিকে নেতাকর্মীদের বহনকারী বাসটি টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে যাওয়া পথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এমএইচ/ |