চলো চলো ঢাকা চলো 'মার্চ ফর গাজা' সফল করো
প্রকাশ:
১১ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আল আমিন বিন সাবের আলী বর্তমান বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয় রক্তক্ষরণ করছে গাজা উপত্যাকা। ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ইসরাইলের গণহত্যা এবং বর্বরোচিত হামলার বিষয়টি, বিশেষ করে বিগত দেড় বছর থেকে তাদের সেই বর্বরতা ও গণহত্যার সকল সীমা অতিক্রম করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী, মানবতার পক্ষের মানবজাতি আজ প্রতিবাদে ঐক্যবদ্ধ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট' -এর পক্ষ থেকে আগামীকাল ১২ এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে গাজাবাসী ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ ও প্রতিবাদকে সফল করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন নিজে উপস্থিত হই এবং দেশের সকল শান্তিকামী তাওহিদি জনতাকে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাই। আগামীকালকের আহূত 'মার্চ ফর গাজা'কে সফল করতে আমরা আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি : এসএকে/ |