দেশে ভোটার বাড়লো ৫৮ লাখ ১১ হাজার
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৫, ০৯:৪৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন। এছাড়া হালনাগাদে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রের জানা গেছে, নতুন ভোটারের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত ২১ লাখ ১ হাজার ২৮০ জনেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। আর মৃত ভোটার কর্তন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ১০২ জন। ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে ইসি। এমএইচ/ |