দোকানপাটে হামলার ঘটনায় ৭২ জন গ্রেফতার : প্রেস সচিব
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৫, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান ৷ প্রেস সচিব বলেন, সোমবার বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও দোকানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১০টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে। শফিকুল আলম বলেন, এই নিন্দনীয় কাজের জন্য জড়িতদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসএকে/ |