
| 	
        
			
							
			
			  দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ  
			
			
	
			
										প্রকাশ:
										২৬ মার্চ, ২০২৫,  ০৪:১৬ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 এসএসসির পর এবার ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) মাদারাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। আগামী ১০ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা। নতুন সূচিতে দুটি পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০ এপ্রিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২ মের পরিবর্তে ১৫ মে অনুষ্ঠিত হবে। বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়)-এর পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে আগে প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। এর আগে এসএসসি পরীক্ষার রুটিনেও একবার সংশোধন আনা হয়। হাআমা/  |