
| 	
        
			
							
			
			  মিযানুর রহমান জামীলের পাঠক নন্দিত ‘ফুলের আঘাত’-এর মোড়ক উন্মোচন  
			
			
	
			
										প্রকাশ:
										০১ মার্চ, ২০২৫,  ০২:৩৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 অমর একুশে বইমেলা ২০২৫-এর শেষ দিন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের 'ফুলের আঘাত'-এর মোড়ক উন্মোচন হয়। সমসাময়িক ছড়া নিয়ে বইটি রচিত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে একুশে বইমেলা প্রাঙ্গণে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, হুমায়ুন আইয়ুব, আমিন ইকবাল, কবি শাহিন রেজা, সাহেদ বিপ্লব, নাসিরুল কাদীম, আতিকুজ্জামান খান, রায়হান রাশেদ, মুফতি আবু সাঈদ, ইবরাহীম জামিল, সাখাওয়াত হোসাইন, সায়ীদ উসমান, রেজা হাসান, উবায়দুল্লাহ তারানগরী, মুহাম্মাদ রায়হান, নোমান সিদ্দিক, আনোয়ার হোসাইন প্রমুখ। ফুলের আঘাত বইয়ে মিযানুর রহমান জামীল নিত্য-নতুন প্যাটার্নের পতাকা উড়িয়েছেন। গ্রন্থটির কিছু ছড়া ঘটনাবহুল আবার কিছু আবেদনময়ী। কোনোটার শেষে ওঠে এসেছে তিক্ত দিনলিপি, আবার কোনোটায় এসে যোগ হয়েছে কষ্ট বা সুখের বিবরণ। ভেতরে আছে নানান কাজ। জীবন, মৃত্যু এবং সময়ের বাস্তবতাকে সামনে রেখে ছড়ায় ছিটানো হয়েছে বৈচিত্র্যের গোলাপজল। চরণে চরণে আঁকা হয়েছে ছন্দের ক্যালিগ্রাফি, পাতায় পাতায় ঢালা হয়েছে স্টাইলের সুভাব। গল্পের মতো করে সমাজের চলমান পরিস্থিতির আলোকে কিছু ছড়ায় টান দেওয়া হয়েছে কাল্পনিক উপাখ্যান। পড়ে মনে হবে আরেকটু আগাই। এ যেন সমাজের দৃশ্যমান অবয়ব। লেখকের ভাষায়— ‘ভুলের আঘাতের চেয়ে ফুলের আঘাত নিয়ে বেঁচে থাকা অনেক ভালো।’ জানা যায়, ২০২৩ এবং ২০২৪ এর একুশে বইমেলায় মিযানুর রহমান জামীলের 'শিউলি ফোটার দিনে' ও 'সোনালি কবিতার দেশে' পাঠক-মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পাঠকের মন্তব্যে জানা যায় 'ফুলের আঘাত' বেশি আবেদন সৃষ্টি করে। ইসলাম দেশ আর মানুষের জন্য মিযানুর রহমান জামীলের ছড়া চর্চা আগামীর সংস্কৃতি ও ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। এক নজরে বই ফুলের আঘাত লেখক : মিযানুর রহমান জামীল  এমএইচ/  |