
| 	
        
			
							
			
			  মেলায় এসেছে আল্লামা তাকি উসমানীর গ্রন্থ ‘মুনাফিকের তরজমা’  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  ০৬:১৪ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মিযানুর রহমান জামীল মুনাফিকরা ইসলামের চিরশত্রু। মুমিন-মুসলমানদের জানের দুশমন। তাদের মুখে মধু অন্তরে বিষ। ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা। পরিণতিতে তাদেরকে জাহান্নামের সর্বনিম্নস্তরে নিক্ষেপ করা হবে। মুনাফিকি তথা কপটতা একটি মারাত্মক রোগ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদেরকে ওহির মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আজও মুনাফিকদের চরিত্র বর্তমান সমাজে রয়েছে। দিন দিন এ সংখ্যা বেড়েই চলেছে। ‘মুনাফিকের তরজমা’র মূল লেখক পাকিস্তানের আল্লামা মুফতি তাকি উসমানী। তিনি একজন বিশ্ববরেণ্য আলেম। ছিলেন পাকিস্তানের বিচারপতি। তাঁর চারটি বয়ানকে ঘিরে এই বইটি এগিয়েছে। তিনটি বয়ান করেছিলেন পাকিস্তানের গুলশান ইকবালের বায়তুল মোকাররম জামে মসজিদে। আরেকটি বয়ান করেছিলেন একটি মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে। এই বয়ানগুলো পরবর্তী সময়ে উর্দু ভাষায় ভিন্ন ভিন্ন রিসালা আকারে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি নন্দিত লেখক মাওলানা মুনীরুল ইসলাম সেগুলো দক্ষ হাতে অনুবাদ করেছেন। গ্রন্থটির নাম ‘মুনাফিকের তরজমা’ হলেও এটি ‘মুনাফিকের তাফসিরে’ পরিণত হয়েছে। এতে উঠে এসেছ মুনাফিকের বিস্তারিত পরিচয়, তাদের আলামত, চরিত্র ও পরিণতি, মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই প্রসঙ্গ ইত্যাদি। অশান্তিকর মুনাফিকের প্রসঙ্গ টানলে উঠে আসে প্রশান্তিকর ঈমান ও মুমিনের বিষয়টিও। সেজন্য গ্রন্থটিতে ঈমানের ভিত্তি এবং মুমিনের গুণ-বৈশিষ্ট্য নিয়েও আলোচনা এসেছে। সবশেষে এসেছে বিশ্বমানুষের পথপ্রদর্শক কুরআন মাজিদের মর্যাদা ও তা শিক্ষা গ্রহণের গুরুত্বের বিষয়টি। আমাদের বিশ্বাস, গ্রন্থটি সবশ্রেণির পাঠকদের আলোর পথ দেখাতে এবং মনের খোরাক মেটাতে সহায়ক হবে। এক নজরে বই বই : মুনাফিকের তরজমা হাআমা/  |