
| 	
        
			
							
			
			  বাংলা একাডেমির উদ্যোগে লেখক কর্মশালা  
			
			
	
			
										প্রকাশ:
										১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  ০১:২২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বাংলা একাডেমির উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৬মাস মেয়াদী লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫। গত ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমির ফেসবুক পেইজে এক পোস্টে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। কর্মশালায় আগ্রহীদের ২৫-২-২০২৫ তারিখের মধ্যে মহাপরিচাল বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সাথে ৫টি ছড়া/কবিতা অথবা ১টি গল্প/নাটক/উপন্যাস বা প্রবন্ধ এবং পরিচয়পত্র ও ১কপি পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে ক্লাস সময় সম্পর্কে বলা হয়েছে, একাডেমির অফিস সময়ে সপ্তাহে ২/৩ দিন ক্লাস হবে। প্রতি সেশন ৩ঘন্টা ব্যাপী হবে। কর্মশালা ৬ মাস চলবে। এ সময় প্রত্যেক লেখককে নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে এবং প্রত্যেক লেখকের একটি করে বই প্রকাশ করা হবে। এমএইচ/  |