
| 	
        
			
							
			
			  মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন   
			
			
	
			
										প্রকাশ:
										১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  ০৬:২৩ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ,গবেষক ও খাদিজাতুল কুবরা মাদ্রাসা খুলনার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ লেখক,গবেষক ও সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশফাক আহমাদ, মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর এর প্রধান উপদেষ্টা মোঃ মাহাদী হাসান মুন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসিক নকীব পাঠক ফোরাম এর কেন্দ্রীয় পরিচালক সুহাইল তানভীর। কেন্দ্রীয় পরিচালক সুহাইল তানভীরের সিদ্ধান্তক্রমে মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর ২০২৪ সেশন কমিটি বিলুপ্ত করে মাসিক নকীব পাঠক ফোরাম খুলনা মহানগর-২০২৫ এর পূর্ণাঙ্গ আমেলা ঘোষণা করা হয়। (১)পরিচালকঃ শেখ শাহরিয়ার নাফিস হাআমা/  |