
|  এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট  
										প্রকাশ:
										০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  ১১:০১ দুপুর
					 নিউজ ডেস্ক | 
|   
 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করেন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সাবেক এই বিদ্রোহী নেতা দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে বর্তমানে তুরস্কে আছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তুরস্কের রাজধানীতে পৌঁছানোর পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন আল-জোলানি। বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা যায়, তুরস্কের একটি সরকারি বিমানে করে আঙ্কারার বিমানবন্দরে পৌঁছান সিরিয়ার এই প্রেসিডেন্ট। সিরিয়ার এই নতুন প্রেসিডেন্ট সৌদি আরব থেকে তুরস্ক সফরে গেছেন। সফরকালে উপসাগরীয় অঞ্চলের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদির কাছ থেকে সিরিয়া পুনর্গঠনে অর্থায়ন এবং ১৩ বছর গৃহযুদ্ধে এলোমেলো সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সহায়তা চেয়েছেন তিনি। এমএইচ/ |