
| 	
        
			
							
			
			  পীর সাহেব মধুপুরকে দেখতে হাসপাতালে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  
			
			
	
			
										প্রকাশ:
										২৪ জানুয়ারী, ২০২৫,  ০৩:৫৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ভয়াবহ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে এ ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। তিনি এখন ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শুক্রবার পীর সাহেব মধুপুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীনের নেতৃত্বে কেন্দ্রের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দায়িত্বশীলগণ পীর সাহেব মধুপুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। হাআমা/  |