
| 	
        
			
							
			
			  খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত  
			
			
	
			
										প্রকাশ:
										০৩ জানুয়ারী, ২০২৫,  ০২:১৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নুরুল কবির আরমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সম্মেলন'২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ (২জানুয়ারি)বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সম্মেলন শুরু হয়। জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনতাছির আহমাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা বশির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ১৯৯১সাল থেকে পথচলা শুরু হয়। দীর্ঘ ৩৪বছর আমরা এদেশের মাটিতে ছাত্র, শিক্ষার্থী ও তরুণদেরকে নিয়ে কাজ করেছি।একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি ছাত্র সমাজকে ইসলামী আন্দোলনের পতাকা দলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলন শেষে ২০২৫সেশনের খাগড়াছড়ি জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হলেন সভাপতি হাফেজ মুহাম্মাদ শফিকুল ইসলাম নোমান,সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজিমুস সাকিব। কেএল/  |