
| 	
        
			
							
			
			  দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২  
			
			
	
			
										প্রকাশ:
										২৬ ডিসেম্বর, ২০২৪,  ১২:১৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 রংপুর ব্যুরো সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৬০) ও বাবু মিয়া (৪৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার ট্রাকচালক ইসমাইল হোসেন ও ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার চালকের সহকারী বাবু মিয়া। এলাকাবাসী জানায়, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড ভেবারেজের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধানবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ধানবোঝাই ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। এসময় গুরুতর আহত চালকের সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মুত্যু হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকচালক মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়া পথে তার সহকারী মারা যান। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে।  |