
| 	
        
			
							
			
			  সৌদি দূতাবাসের হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন  
			
			
	
			
										প্রকাশ:
										২০ ডিসেম্বর, ২০২৪,  ০৮:৩৯ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 দেশের আট বিভাগসহ মোট ৯টি স্থানে হিফজুৃল কোরআন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ঢাকা উত্তর, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা দক্ষিণের বাছাইপর্ব সম্পন্ন হয়। সৌদি দূতাবাসের রিলিজিয়া এ্যাটাশে অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ রফিকুল ইসলাম মাদানি, শাইখ হাফেজ আনিসুর রহমান প্রমুখ। প্রতিযোগিতার তত্ত্বাবধায়নে ছিলেন মোহাম্মদ আব্দুস সোবহান। দুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপ— ১৫ পারা, খ গ্রুপ— ৩০ পারা। প্রতি গ্রুপ থেকে তিনজন ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়, যারা জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করবে। হাআমা/  |