
| 	
        
			
							
			
			  ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  
			
			
	
			
										প্রকাশ:
										২০ ডিসেম্বর, ২০২৪,  ১১:৫৯ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ সুপার। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনর করা হয়। বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহিনুর আলম খান, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর, মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থেকে আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়ে থাকে ফরিদপুর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 তিনি আরো বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা দেওয়ার এ অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এনএ/  |