
| 	
        
			
							
			
			  নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২  
			
			
	
			
										প্রকাশ:
										২০ ডিসেম্বর, ২০২৪,  ১১:১৭ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মোমিপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন- মোমিনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহম্মদ আলী (৩০), মুসলেম উদ্দিনের ছেলে রানা (২৩), মফিজ উদ্দিনের ছেলে লালু (৪০), আসকান আলরি ছেলে রিগ্যাল (৩০), রবিউল (৪০) ও আশিক আলী (২৭), লেদু প্রামানিকের ছেলে মুস্তাহাব (৬৫) এবং জামাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৭), আসামপাড়া গ্রামের নাজমুলের ছেলে শাওন (১৮), শাহীন হোসেনের ছেলে ইয়াছিন আলী (২২), মুসলেম উদ্দিনের ছেলে জীবন (১৭) ও আজিজ মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া (৪৫)। স্থানীয়রা জানায়, বিকালে নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর স্কুল মাঠে বিএনপির বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যাওয়া নিয়ে উপজেলার মোমিনপুর গ্রামের জাকির সমর্থকদের সঙ্গে আসামপাড়া গ্রামের খলিলের বিরোধ বাধে। এর জের ধরে রাত ৮টার দিকে উভয় পক্ষ মোমিপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আহতরা সবাই বিএনপির কর্মী।  |