
| 	
        
			
							
			
			  সাদপন্থীদের কার্যক্রম বন্ধ  ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন  
			
			
	
			
										প্রকাশ:
										১৯ ডিসেম্বর, ২০২৪,  ০৬:২০ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মোঃ খায়রুল ইসলাম হৃদয়, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ গজারিয়ায় সাদপন্থীদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা ও ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গজারিয়া উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতা। বৃহস্পতিবার বেলা ১২ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসষ্টান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসান ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ আমানুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আহাম্মদুল্লাহ, মাওলানা বেলাল হোসেন, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আল-আমিন সরকার, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সাইফি, মাওলানা নাজমুল হাসান প্রমুখ। 
 মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী, তাদেরকে নিষিদ্ধ করা হোক। তারা বাংলাদেশে মুসলমান পরিচয়ে বসবাস করতে পারবে না। তারা একটি জঙ্গি সংগঠন। গজারিয়ায় তাদের কোন মারকাজ থাকতে পারবে না। হাআমা/  |