
| 	
        
			
							
			
			  গহরপুর জামিয়ার বার্ষিক মাহফিল আগামীকাল  
			
			
	
			
										প্রকাশ:
										১৮ ডিসেম্বর, ২০২৪,  ০৯:৫৭ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বালাগঞ্জ প্রতিনিধি বরেণ্য বুযুর্গ শায়খুল হাদিস মাওলানা নুরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হবে। মাহফিলের সফলতা কামনা করে সকলের উপস্থিতি ও দোয়া চেয়েছেন জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (সাহেবজাদা গহরপুরী)। এনএ/  |