
| 	
        
			
							
			
			  আগামীকাল লংমার্চ টু টঙ্গী  
			
			
	
			
										প্রকাশ:
										১৮ ডিসেম্বর, ২০২৪,  ১২:৩২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 আগামীকাল লংমার্চ টু টঙ্গী ও জোহরের নামাজ টঙ্গীর ময়দানে আদায় করার ঘোষণা দিয়েছে আলমি শুরার মুরুব্বিরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা যুবায়ের আহমেদের ছেলে হানযালা। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল যোহরের নামাজ টঙ্গীর ময়দানে পড়বো ইনশাআল্লাহ। সারাদেশ থেকে সাথী এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করবেন। এসময় উপস্থিত ছিলেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ওমর ফরুক, মাওলানা রবিউল হক, মাওলানা সজিদুর রহমান , মাওলানা ওবাইদুল্লাহ ফারুক, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মাহফুজুল হক , মাওলানা মামুনুল হক, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী। তাবলিগের শীর্ষ মুরুব্বিরা জানান, বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। এনএ/  |