
| 	
        
			
							
			
			  সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী অভিনব প্রচারণা  
			
			
	
			
										প্রকাশ:
										১৫ ডিসেম্বর, ২০২৪,  ০৬:৩৯ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে অভিনব কায়দায় দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ-তরুণী।  দুর্নীতিবিরোধী সাইকেল র্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ, আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ। পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি বের করে। এ সময় সাধারণ মানুষের মাঝে দুর্নীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে সাইকেল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এনএ/  |