
| 	
        
			
							
			
			  গৌরনদীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত  
			
			
	
			
										প্রকাশ:
										১৫ ডিসেম্বর, ২০২৪,  ১১:৩৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বরিশাল ব্যুরো ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ মফিজুল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার মৃত সদন আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের কটকস্থল এলাকার আরিফ ফিলিং স্টেশনের সামনে বিকেলে বরিশালগামী লাবিবা পরিবহনের ধাক্কায় পথচারী মফিজুল ইসলাম (৭৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বাসটি আটক করা হয়েছে।  |