
| 	
        
			
							
			
			  ফেনীতে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২  
			
			
	
			
										প্রকাশ:
										১৫ ডিসেম্বর, ২০২৪,  ১১:০৪ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ফেনী প্রতিনিধি ফেনীর সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল জলিলকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ ও বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ। শনিবার সকালে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নাছির উদ্দিন অপু এবং বিকালে উপজেলার চানমিয়ার দোকানের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। জানা যায়, নাছির উদ্দিন অপু দেশের বাইরে চলে যাওয়ার সময় গোপন সংবাদে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানা হস্তান্তর করে। আব্দুল জলিলকে স্থানীয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয়ের বিরুদ্ধে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। নাছির উদ্দিন অপু উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত মৌলভী মফিজুর রহমান এবং আব্দুল জলিল দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের পুত্র। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়জিদ আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  |